Task: Producing a business news package on any relevant topic
Course Code and Name: MSJ11421 Business Beat Reporting I
Project Name: হ্রাস পাচ্ছে কাগজের বই বিক্রির হার, কমছে ছাপাখানা!
Project Date: Summer 2023
Project Type: Group
Project Completed on Semester No: 11
CI Theme of the Term: Group Polarization
Project Description:
The package of business news entitled “হ্রাস পাচ্ছে কাগজের বই বিক্রির হার, কমছে ছাপাখানা!” outlines the falling sales of printed books and how it is automatically bringing down the number of printing presses in Bangladesh. In the story, through interviews with book vendors, printing industry officials, and readers, the factors for the fall in demand are looked at: the soaring cost of paper; a preference for digital alternatives over printed ones, such as PDF, among the readers; and a change in reading habits. The news package also examines how such factors reflect on traditional bookstores and printing businesses, particularly around the Nilkhet area, an area known for book trade.
Project Justification:
The project is justified on the grounds of pointing out the economic challenges faced by publishing and printing industries in Bangladesh in respect of the rise of digital media and reduction of book sales. The relevance of the topic is that it reflects the broader global trend of digitization and its economic effects, while emphasizing the local context in regard to how small businesses are being affected. This project also links to the CI Theme of Group Polarization because it shows how different groups-publishers, sellers, and readers-have different opinions and preferences about the future of physical books.
DEPARTMENT OF MEDIA STUDIES AND JOURNALISM
Course Title: Business Beat Reporting I
Course Code: MSJ11421
Term: Summer 2023
Section: 01
BUSINESS NEWS PACKAGE: হ্রাস পাচ্ছে কাগজের বই বিক্রির হার, কমছে ছাপাখানা!
Submitted To
Mahmudun Nabi
Senior Lecturer
School of Social Science (SSS)
Department of Media Studies and Journalism
University of Liberal Arts Bangladesh (ULAB)
Submitted By
Zakia Sultana Sanam (201012045)Date of Submission: 15th August, 2023
PKG:
আপস
মিজানুর রহমান রিপন, প্রায় দুই যুগ ধরে পরিচালনা করছেন রাজধানীর নীলক্ষেতের একটি বই এর দোকান, নাম শাহানা প্রকাশনী।
আপস
তবে দুই যুগ পরে এসেও ব্যবসা সামলাতে হিমশিম খেতে হচ্ছে তার। কারণ জানালেন নিজেই।
সট (মিজানুর রহমান রিপন, বই বিক্রেতা)
রিপনের মত নীলক্ষেতের প্রায় শতাধিক বই বিক্রেতার অবস্থা একই। নানা কারণেই কমছে বই এর বিক্রি।
ভক্সপপ x ২ (বই বিক্রেতা)
বই এর বিক্রি কমায় এর প্রভাব পরছে ছাপাখানাতেও। জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে কাগজের মূল্যবৃদ্ধি, সহ পাঠকদের অনাগ্রহ এবং চাহিদা কমে যাওয়ার মত কারণে বন্ধ হচ্ছে একের পর এক ছাপাখানা।
আপস
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির মতে, ২০১০ থেকে ২০১৫ সালে গড়ে প্রতিবছর ১৪০ থেকে ১৬০ রকমের বই ছাপানো হতো এক একটি ছাপাখানায়। যা ২০২০ পরবর্তী সময়ে নেমে এসেছে ৪০ থেকে ৫০ টি তে। (ইনফো মোশন গ্রাফিক্স)
সট ( মোঃ আল আমিন খান, জয়েন সেক্রেটারি, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি)
তবে পাঠকদেরও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সহজলভ্যতা এবং অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় পিডিএফ এর দিকে ঝুকছেন বেশিরভাগ তরুণ পাঠক। পাঠকালে মানুষিক প্রশান্তি পাওয়া যায় ছাপাকৃত বই এর মাধ্যমেই, সেটিও স্বীকার করছেন তারা।
ভক্সপপ x ৩ (পাঠক)
আধুনিকায়ন, পাঠকের রুচির পরিবর্তনকে প্রাধান্য দিয়ে, সরকারের সুদৃষ্টি এবং পরিকল্পিত অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের বই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব, এমনটাই মনে করছেন প্রকাশক, বিক্রেতা এবং পাঠকগণ।
মেহেদী হাসান চৌধুরীর ক্যামেরায়,আদনান বিন মিলহান
বিজন্যাস বিট, ইউল্যাব।
Learnings and Outcomes (Self-reflection):
- # Understood the complexities of the book publishing and printing industry in Bangladesh.
- # Gain experience in interviewing diverse stakeholders- vendors, readers, and industry officials.
- # Develop video editing skills along with integrating motion graphics into statistics presentation.
- # Developed greater ability for analyzing economic trends and their local impact from a business reporting perspective.
- # Learn to tell complex business issues in simple terms to a wide audience.
- # Faced all challenges of a group news package, from coordination right through to final production.